২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনায় রাঙ্গামাটি বালুখালি ইউপির সাবেক চেয়ারম্যানের মৃত্যু

করোনায় রাঙ্গামাটি বালুখালি ইউপির সাবেক চেয়ারম্যানের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাঙ্গামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও বালুখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মায়াধন চাকমা। শনিবার দুপুরে রাঙ্গামাটি রাজবাড়ী মহাশশ্মানে স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, মায়াধন চাকমা করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এ নিয়ে রাঙ্গামাটিতে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাকে স্বাস্থ্যবিধি মেনেই সৎকার করা হয়েছে।

মায়াধন চাকমাকে গত ২০ জুলাই অসুস্থ অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়। পরে তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মায়াধন চাকমা বালুখালি ৬নং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে বিভিজা কিজিং গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭-২০০২ সাল পর্যন্ত টানা তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।


আরো সংবাদ



premium cement