২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কুমিল্লায় করোনায় চারজনের মৃত্যু

কুমিল্লায় করোনায় চারজনের মৃত্যু - প্রতীকী

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১২৮জন। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য জানিয়েছে। জেলার আদর্শ সদর, নগরীতে, ব্রাহ্মণপাড়ায় ও সদর দক্ষিণে চারজনের মৃত্যু হয়।

সূত্র জানায়, নতুন করে জেলায় নতুন করে ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৬৫ জনে।

সূত্র আরো জানায়, কুমিল্লায় নতুন করে ৬১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে কুমিল্লা নগরীর ৪০ জন, সদর দক্ষিণের চারজন, মেঘনায় পাঁচজন, মুরাদনগরে ও নাঙ্গলকোটে তিনজন করে ও বুড়িচংয়ে ছয়জন। এনিয়ে মোট সুস্থ হয়েছে দুই হাজার ৭১২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে কুমিল্লা নগরীর ১৬ জন, জেলার লাকসামের চারজন, চৌদ্দগ্রামের ২০ জন, মনোহরগঞ্জে, আদর্শ সদরে ও মেঘানার দুইজন করে, নাঙ্গলকোটে ১০ জন, লালমাইয়ে তিনজন, মুরাদনগরে সাতজন ও ব্রাহ্মণপাড়ায় একজন।

বৃহস্পতিবার পর্যন্ত জেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৮১৫ জনের। নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৫৮১ জনের।


আরো সংবাদ



premium cement