২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পেকুয়ায় নদীগর্ভে বিলীন হচ্ছে বেড়িবাঁধ ও যাত্রীছাউনি

পেকুয়ায় নদীগর্ভে বিলীন হচ্ছে বেড়িবাঁধ ও যাত্রীছাউনি - ছবি : নয়া দিগন্ত

সামান্য সংস্কারের অভাবে চোখের সামনেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে একটি জনগুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ও সরকারী যাত্রী ছাউনি।

জানা যায়, কক্সবাজারের পেকুয়া উপজেলার উপকূলীয় অঞ্চল উজানটিয়া ইউনিয়নের পশ্চীম উজানটিয়া করিমদাদ মিয়া ঘাট এলাকার বেড়িবাঁধটিতে ভাঙ্গন শুরু হয় আরো আগেই। আস্তে আস্তে বেড়িবাঁধের একাংশ বিলিন হয়ে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ওই এলাকার একমাত্র যাত্রী ছাউনিটি।

নদীপথে চলাচলকারী যাত্রীদের সুবিধার্থে ১৯৮৭ সালে ততকালীন জেলা পরিষদ সদস্য গফুর চৌধুরীর তত্বাবধানে যাত্রীছাউনিটি নির্মিত হয়েছিল। নৌপথে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী ও পেকুয়া উপজেলা সদর হতে যাতায়াত করা লোকজন এখানে এখানেই বিশ্রাম নিত।

স্থানীয়রা জানায়, এলাকার একমাত্র যাত্রীছাউনিটি বিলীন হয়ে গেলে নদীপথের যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়বে।

স্থানীয় বাসিন্দা সুজন চৌধুরী জানান, ‘দীর্ঘদিন ধরে বেড়িবাঁধটি সংস্কার না হওয়ার ফলে বেড়িবাঁধের সাথে সাথে এলাকার একমাত্র যাত্রীছাউনিটি চোখের সামনেই নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। এটি এখনি সংস্কারের উদ্দ্যোগ না নিলে অচিরেই তা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।’

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘নদীপথের যাত্রীদের জন্য অতীব প্রয়োজনীয় জেলা পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত এ যাত্রী ছাউনিটি একটি সরকারি সম্পত্তি। বেড়িবাঁধ সংস্কার করে এটি রক্ষা করা না হলে যাত্রীদের দুর্ভোগের সীমা ছাড়িয়ে যাবে।’

এ বিষয়ে পেকুয়া উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী বলেন, এমন একটা গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হওয়ার বিষয়ে আমরা অবগত ছিলাম না। শিগগিরই একটি প্রতিনিধি দল পরিদর্শনে পাঠানো হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, ‘উজানটিয়ার জনগুরুত্বপূর্ণ ওই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে এটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে সচিত্র প্রতিবেদন দিয়েছি।’

পানি উন্নয়ন বোর্ডের বান্দরবান জোনের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের সাথে যোগাযোগ করা হলে জানান, ‘বিষয়টি আমি জেনেছি। খুব শিগগিরই তদন্ত করে বেড়িবাঁধটি সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement