১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বাঁশখালীতে করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফনে আলেম ওলামাগণ

বাঁশখালীতে করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফনে আলেম ওলামাগণ - ছবি : নয়া দিগন্ত

বাঁশখালীতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির লাশ দাফন করলেন আলেম ওলামাগণ। শুক্রবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে ওই ব্যক্তির লাশ দাফন করা হয়।

উপজেলার পুঁইছড়ি বহদ্দারহাট সংলগ্ন বহদ্দার বাড়ীর করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তিনি ওই বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

লাশ দাফনকারী টিমে নেতৃত্ব দেন মাওলানা সাংবাদিক শফকত হোসাইন চাটগামী ও মাওলানা ইসহাক আল হাকিম। এ ছাড়া সাথে ছিলেন, করোনা লাশ দাফন কমিটির সদস্য মাওলানা দলিলুর রহমান, মাওলানা কাজী শাহাব উদ্দীন, মাওলানা ছিদ্দিক উল্লাহ, মাওলানা ইসমাঈল, মাওলানা আবদুল করিম ও হাফেজ জোবাইর মাহমুদ।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা খোরশেদ পাশা, মাস্টার এনামুল হক লাশ দাফনকারী টিমকে সহায়তা করেন। ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, পুঁইছড়ি ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসাইন প্রমূখসহ বিপুল সংখ্যক মুসলিম জানাজায় শরিক হন।

ইসলামীক ফাউন্ডেশনের সহযোগীতায় উপজেলা প্রশাসন দাফনকারীদের পিপি সরবরাহ করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাঁশখালী হাসপাতাল থেকে চচট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে যান।


আরো সংবাদ



premium cement
সম্ভাবনা সত্ত্বেও সামুদ্রিক সম্পদ আহরণে ঘাটতির কথা বললেন প্রধানমন্ত্রী লাল গালিচা, ডুবুরি আর একলা সন্ন্যাসী রাঙ্গামাটিতে বজ্রপাতে কিশোরীর মৃত্যু জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অটোরিকশা চুরির মামলা কেএনএফ সদস্যদের আদালতে উপস্থাপন, ৫২ জনের রিমান্ড মঞ্জুর ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ রাখাইনে তুমুল যুদ্ধ, মর্টার শেলের শব্দে প্রকম্পিত সীমান্ত এলাকা হামলার ব্যাপারে ইসরাইল নিজেই সিদ্ধান্ত নেবে : নেতানিয়াহু ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পাশ্চাত্যের দেশগুলো সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৮০ লাখ টাকার মালামাল লুট প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সকল