১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৩৮ জন

নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৩৮ জন - প্রতীকী

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু ও আরো ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে নোয়াখালী সদর উপজেলায় ৯ জন, সূবর্ণচরে ১জন, হাতিয়ায় ১৭জন, বেগমগঞ্জে ১জন, সোনাইমুড়ীতে ৭জন, সেনবাগে একজন, কোম্পানীগঞ্জে একজন ও কবিরহাটে একজন।

তিনি বলেন, গত ৫ ও ৬ জুলাই তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ৭ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

এনিয়ে আক্রান্ত ২ হাজার ৩৬২ জন। এদের মধ্যে রয়েছে নোয়াখালী সদর উপজেলায় ৭১৮, সুবর্ণচর ১৫০, হাতিয়া ৫৪, বেগমগঞ্জ ৬৭৭, সোনাইমুড়ী ১২৮,চাটখিল ১৪১, সেনবাগ ১০৫,কোম্পানীগঞ্জ ১৩২ ও কবিরহাট ২৫৭ জন। জেলায় মোট মৃত্যু ৫২ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৫ জন।


আরো সংবাদ



premium cement