২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ২৭

-

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু ও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৫১ জনের ও আক্রান্ত ২ হাজার ২৯১ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে নোয়াখালী সদর উপজেলায় ৩, সূবর্ণচর ১০, বেগমগঞ্জ ৭, সোনাইমুড়ী ১, সেনবাগ ২ ও কোম্পানীগঞ্জ ৪ জন। সোমবার সকাল ১১টায় বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার।

তিনি বলেন, গত ৩ ও ৪ জুলাই তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ৫ জুলাই রাতে তাদের রিপোর্ট এলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২২ জনসহ মোট সুস্থ রোগীর সংখ্যা ১ হাজার ১২৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১ জনের। আক্রান্তদের মধ্যে রয়েছে নোয়াখালী সদর উপজেলায় ৬৯৬, সুবর্ণচর ১৪৯, হাতিয়া ৩৭, বেগমগঞ্জ ৬৭২, সোনাইমুড়ী ১২০, চাটখিল ১৪১, সেনবাগ ১০৪, কোম্পানীগঞ্জ ১২৭ ও কবিরহাট ২৪৫ জন।


আরো সংবাদ



premium cement