২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কুমিল্লায় নিয়মিত আদালত চালুর দাবিতে আইনজীবীদের মানববন্ধন

-

কুমিল্লায় ভার্চুয়াল নয়, নিয়মিত আদালত চালুর দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। রোববার কুমিল্লা আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, সাড়ে তিন মাসের মতো আদালত বন্ধ। ভার্চুয়াল আদালত চালু হলেও তা প্রয়োজনের তুলনায় কম। এতে বিচারপ্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে অনেক আইনজীবী, আইনজীবী সহকারী আয় বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে নগরীর বাসা ছেড়ে গ্রামে চলে গেছে। তারা স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর সাথে আইনজীবী, আইনজীবী সহকারীদের জন্য প্রণোদনারও দাবি জানান। দ্রুত নিয়মিত আদালত চালু না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম খান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী, সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভুইয়া, অ্যাডভোকেট বিকাশ সাহা, অ্যাডভোকেট আশিকুর রহমান ও অ্যাডভোকেট সুবীর নন্দী বাবু প্রমূখ।


আরো সংবাদ



premium cement