২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনা ও উপসর্গ নিয়ে কুমেক হাসপাতালে ৭ জনের মৃত্যু

করোনা ও উপসর্গ নিয়ে কুমেক হাসপাতালে ৭ জনের মৃত্যু -

কুমিল্লায় করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা ভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে একজন পুরুষ এবং করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়। উপসর্গে মৃতদের মধ্যে দুইজন মহিলা। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১০ জন। বর্তমানে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৬ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত ৬২ জন ও করোনা উপসর্গ রয়েছে এমন লোকের সংখ্যা ৫৪ জন।


আরো সংবাদ



premium cement