২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চাঁদপুরে নতুন আরো ৫২ জনের করোনা শনাক্ত, মোট ৯৭১

-

গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে নতুন আরো ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩২ জন, হাইমচরে ২ জন, মতলব দক্ষিণের ৪ জন, ফরিদগঞ্জে ৯ জন ও হাজীগঞ্জে ৫ জন। এ নিয়ে চাঁদপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭১ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৩২৮ জন। বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, বৃহস্পতিবার ৮৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫২টি রিপোর্ট করোনা পজিটিভ। বাকি ৩৬টি নেগেটিভ। চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৯৭১ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৮৪ জন, মতলব দক্ষিণে ১০৫ জন, শাহরাস্তিতে ১০১ জন, ফরিদগঞ্জে ৯৮ জন, হাজীগঞ্জে ৯৭ জন, হাইমচরে ৭৫ জন, মতলব উত্তরে ৬৮ জন ও কচুয়ায় ৪৩ জন। জেলায় মোট ৬০ জন মৃতের মধ্যে চাঁদপুর সদরে ১৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, মতলব উত্তরে ৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন ও মতলব দক্ষিণে ৩ জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৬৪ জন। এর মধ্যে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৩২ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩২ জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৫৮৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৩৫৪ জন।


আরো সংবাদ



premium cement