১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চাঁদপুরে করোনা আক্রান্তে মৃত্যু ১, নতুন আক্রান্ত ৫২ জন

-

চাঁদপুরের হাইমচর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আলগী বাজারের ব্যবসায়ী মোঃ মফিজ মিয়াজি মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বুধবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, করোনা উপসর্গ থাকায় গত ২৭ জুন মোঃ মফিজ মিয়াজির নমুনা সংগ্রহ করা হয়। তার রিপোর্ট আসে তিন দিন পর গতকাল। আজ বৃহস্পতিবার সকালে তাকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার নতুন আরো ৫২ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩২ জন, হাইমচরে দু’জন, মতলব দক্ষিণের চারজন, ফরিদগঞ্জের নয়জন ও হাজীগঞ্জে পাঁচজন। এ নিয়ে চাঁদপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ জনে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৩২৮ জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, বৃহস্পতিবার ৮৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫২টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকি ৩৬টি নেগেটিভ। চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৯৭১ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৮৪ জন, মতলব দক্ষিণে ১০৫ জন, শাহরাস্তিতে ১০১ জন, ফরিদগঞ্জে ৯৮ জন, হাজীগঞ্জে ৯৭ জন, হাইমচরে ৭৫ জন, মতলব উত্তরে ৬৮ জন ও কচুয়ায় ৪৩ জন। জেলায় মোট ৬০ জন মৃতের মধ্যে চাঁদপুর সদরে ১৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, মতলব উত্তরে আটজন, ফরিদগঞ্জে সাতজন, কচুয়ায় পাঁচজন, শাহরাস্তিতে চারজন ও মতলব দক্ষিণে তিনজন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৬৪ জন। ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৩২ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩২ জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ছয় হাজার ৯৩৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন চার হাজার ৫৮৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন দুই হাজার ৩৫৪ জন।


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল