২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালীতে করোনায় উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু

নোয়াখালীতে করোনায় উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু - প্রতীকী

নোয়াখালীতে একদিনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

মারা যাওয়া একজন একটি বেসরকারী টেলিভিশ চ্যানেলে প্রতিনিধির বাবা (৬৪)। একজন সেনবাগ উপজেলার উত্তর সাহাপুর গ্রামের ভূঁইয়াবাড়ীর এক যুবক (৩৫) ও আরেক যুবক (৩৫) বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের বাসিন্দা।

জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান বলেন, গতকাল রাত পর্যন্ত আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যব থেকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কোন রিপোর্ট আসেনি।

তিনি আরো জানান, নোয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমন ও মৃত্যুরহার বেড়ে যাওয়ায় জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে। এটি আগামী ৭ই জুন পর্যন্ত বলবৎ থাকবে।


আরো সংবাদ



premium cement