১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে ৪ ব্যক্তিকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

-

চট্টগ্রাম মহানগরীর পৃথক দু’টি স্থানে পাহাড় কাটার দায়ে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার পৃথক শুনানি শেষে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী জরিমানার (ক্ষতিপূরণ) এই আদেশ দেন।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী নয়াদিগন্তকে বলেন, নগরীর বায়েজিদ থানার পূর্ব নাসিরাবাদ মৌজার চন্দ্রনগর এলাকা পাহাড় কাটার দায়ে তৈয়বুর রহমান নামের এক ব্যক্তির উপর ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১০ মে পরিবেশ অধিদপ্তরের তদন্ত টিম সরেজমিন পরিদর্শনে ৯ হাজার ৬ শ’ ঘনফুট পাহাড় কর্তণের প্রমাণ পায়।

এছাড়া নগরীর খুলশী থানার দক্ষিণ পাহাড়তলী এলাকায় পাহাড় কাটার দায়ে মোছাম্মৎ আমিনা বেগম, তার স্বামী নুরুল ইসলাম ও মো: ইব্রাহীম নামের তিন ব্যক্তির উপর ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৭ ধারা অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণ করে এই আদেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement