২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

করোনায় প্রথম এক রোহিঙ্গার মৃত্যু

-

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে করোনা আক্রান্ত এক বৃদ্ধা রোহিঙ্গার (৭১) মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ক্যাম্পের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো করোনায় প্রথমবারের মতো কোনো রোহিঙ্গার মৃত্যু হলো।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সের রয়েছে। তাদেরকে ক্যাম্পের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা যান।’

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন মারা গেছেন এবং সেই সাথে নতুন করে দুই হাজার ৩৮১ জন আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের তথ্য মতে, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement