১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

হাটহাজারীতে নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত

হাটহাজারীতে নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত -

চট্টগ্রামের হাটহাজারীতে নতুন করে ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার   হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু সৈয়দ ইমতিয়াজ হোসাইন এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত ৮৮ জন করোনায় আক্রান্ত হলেন। এতে এ পর্যন্ত ৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ নারী ২ পুরুষ।

জানা গেছে, হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪১০ জনের ফলাফল পাওয়া গেছে। তার মধ্যে ৮৮ জন পজিটিভ ৩২২ জন করোনা নেগেটিভ। সুস্থ্য হয়ে ফিরে এসেছে ৪ জন।

হাটহাজারী উপজেলায় নতুন আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্সও রয়েছেন। এছাড়া সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ৭ জন কর্মকর্তা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ব্যাংকের এ শাখার আরো ৩ জন আক্রান্ত হয়েছিলেন। ১৭ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ১০ জনই আক্রান্ত হওয়ায় লকডাউন হয়ে যেতে পারে সোনালী ব্যাংক উপজেলা সদরের এ শাখাটি।


আরো সংবাদ



premium cement