২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হাতিয়ায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

হাতিয়ায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ - ছবি : নয়া দিগন্ত

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৩ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে হাতিয়া কোস্টগার্ড কন্টিজেন্ট। শনিবার সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের আঠারোবেকী গ্রামের বেড়ীরধারে বসবাসকারী অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বেড়ীর পাশে বসবাসকারী পরিবারগুলোর মাঝে হাতিয়া কোস্টগার্ড অসহায় ৩শ’ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেন। কোস্টগার্ডের তমরদ্দি ক্যাম্পে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম ও হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে: কমান্ডার বিশ্বজিত বড়ুয়া।

আনুষ্ঠানিকতা শেষে কোস্টগার্ড সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। এতে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১ কেজি ছোলা ও ১০ প্যাকেট খাওয়ার স্যালাইন দেয়া হয়।

উল্লেখ্য হাতিয়ায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে চারটি ইউনিয়নের বেড়ীবাধ ছিঁড়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। সরকারি হিসেবে ২শ’ কাঁচা ঘরবাড়ি আংশিক ও ৫০টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়।


আরো সংবাদ



premium cement

সকল