১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কুমিল্লার ভার্চুয়াল আদালতে প্রথম আসামির জামিন

-

ভার্চুয়াল আদালত চালু হওয়ার প্রথম দিনে কুমিল্লায় জামিন পেয়েছেন সারোয়ার হোসেন নামের এক ব্যক্তি।

সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাব উল্লাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উভয়পক্ষের শুনানি শেষে এ জামিন আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন।

সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৪ ফেব্রুয়ারি জেলার তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আসমা আক্তার বাদী হয়ে ১২ জনকে আসামি করে তিতাস থানায় মামলা দায়ের করেন। মামলার ৩নং আসামি দক্ষিণ বলরামপুর গ্রামের মুজিব মোল্লার ছেলে সারোয়ার হোসেন গত ৮ মার্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। ওই আসামির পক্ষে অ্যাড. মাসুদ সালাউদ্দিন সোমবার অনলাইনে জামিন আবেদন করেন।

অ্যাড. মাসুদ সালাউদ্দিন জানান, করোনাভাইরাসের কারণে আদালত ছুটি। জেলা ও দায়রা জজের সাথে তারা দুই আইনজীবী অনলাইনে সংযুক্ত হয়ে শুনানিতে অংশ নেন। এটি একটি ব্যতিক্রম অভিজ্ঞতা বলে তিনি মন্তব্য করেন।


আরো সংবাদ



premium cement