২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কক্সবাজারকে লকডাউন ঘোষণা

কক্সবাজারকে লকডাউন ঘোষণা - সংগৃহীত

জেলায় করোনা ভাইরাস ঠেকাতে পর্যটন শহর কক্সবাজারকে লকডাউন ঘোষণা করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আজ বুধবার বিকেল ৩টার দিকে এই লকডাউনের ঘোষণা দেন। অবশ্য এর আগেই কক্সবাজারে পর্যটকদের আগমন নিষিদ্ধ করা হয়েছিল। এখন থেকে কেউ কক্সবাজারে প্রবেশ ও বের হতে পারবেন না। এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। লকডাউন বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজে একটি পোস্ট দেওয়া হয়েছে হয়েছে। এটি হলো “জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো। এখন থেকে এ জেলায় সকল আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা।”

এদিকে এ পর্যন্ত কক্সবাজারে কেউ করোনায় আক্রান্ত হননি। প্রায় অর্ধশতাধিক ব্যক্তির পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে। সেই দিক থেকে কক্সবাজারকে পুরোপুরো নিরাপদ রাখার জন্য সচেতন মহল থেকে কক্সবাজারকে পুরোপুরি লকডাউন করার দাবি জানানো হচ্ছিল।


আরো সংবাদ



premium cement