১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাঈদীর মুক্তি চেয়ে লোহাগাড়ার ১০১ আলেমের বিবৃতি

সাঈদীর মুক্তির চেয়ে লোহাগাড়ার ১০১ আলেমের বিবৃতি - ছবি : সংগৃহীত

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১০১ আলেম। মঙ্গলবার তারা এ বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে ওলামা-মাশায়েখগণ বলেন, ‘বিশ্ববরেন্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সুদীর্ঘ ৫০ বছর দেশে বিদেশে কুরআনের তাফসীর করেছেন। জাতীয় সংসদে তিনি দুবার নিজ এলাকা থেকে এমপি নির্বাচিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা পালন করেছেন। বহু মানুষ তার তাফসির শুনে ইসলামী জীবন যাপনে উদ্বুদ্ধ হয়েছেন। মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। যার মুখে কুরআনের কথা শুনে মানুষ আল্লাহর পথে চলার প্রেরণা পেয়েছে, লাখো তরুণ আলোর দিশা পেয়েছে, তিনি আজ ১০ বছর যাবত কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে তার বয়স ৮১ বছর। নানান জটিল রোগে তিনি আক্রান্ত। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণে মানুষের মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। এ অবস্থায় আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। দেশের মানুষ তার মুক্তি চায়। ইতোমধ্যে অনেক দেশ কারাবন্দীদের মুক্তি দিয়েছেন। এ পরিস্থিতিতে ধর্মীয়, মানবিক ও বয়সের বিবেচনায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’

বিবৃতিতে সাক্ষরকারীদের মধ্যে অন্যতম হলেন, অধ্যক্ষ মাওলানা অহিদ আহমদ, অধ্যক্ষ মাওলানা আবু বকর, অধ্যক্ষ মাওলানা ফাতহুল কাদির, মাওলানা রফিক আহমদ, মাওলানা ফরিদুল আলম, মাওলানা আইয়ুব আলী, মাওলানা আইয়ুব ছাবের, মাওলানা এজহারুল হক, মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, মাওলানা মোহাম্মদ ইছহাক, মাওলানা শাহেদুল হক কাতেবী, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আবুল কাসেম, মাওলানা ওসমান গনী, মাওলানা শাহে আলম, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইলিয়াছ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আনিসুল মোস্তফা, মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা ইকবাল, মাওলানা মোহাম্মদ জোবায়ের, মাওলানা আব্দুল করিম, মাওলানা মোহাম্মদ ইসমাঈল, মাওলানা আবুল কালাম, মাওলানা জহিরুল ইসলাম সানভী, মাওলানা মনসুর আলী, মাওলানা হামিদুল হক, মাওলানা এস্তফা আলী, মাওলানা নুরুচ্ছাফা, মাওলানা আব্দুর রহমান, মাওলানা রেজাউর করিম, মাওলানা আব্দুস সবুর, মাওলানা এবিএম শহিদুল্লাহ, মাওলানা সাইফুদ্দীন, মাওলানা আব্দুল মোমেন, মাওলানা জাফর আহমদ, হাফেজ জামাল উদ্দিন, মাওলানা হামিদ হোসাইন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা মাঈন উদ্দিন, মাওলানা মাওলানা আমিরুদ্দিন, মাওলানা কামাল হোসাইন, মাওলানা মুজাহেরুল হক, মাওলানা শাহাবুদ্দিন, মাওলানা মোহাম্মদ ফেরদৌস, মাওলানা মোহাম্মদ তৈয়ব, মাওলানা নুরুল কবির, মাওলানা আহমদ কবির, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা নুরুল হক, মাওলানা মাহমুদুল হক, মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন, মাওলানা জয়নুল আবেদীন, হাফেজ নকি উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ফৌজুল কবির,  মাওলানা ইদ্রিস হেলালী, মাওলানা লিয়াকত আলী, মাওলানা আব্দুল হাদী, মাওলানা আব্দুশ শুক্কুর, মাওলানা ইদ্রিস আরমানী, হাফেজ কামাল উদ্দিন, মাওলানা জসীম উদ্দিন, মাওলানা ফরিদ, মাওলানা আলী হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আহমদ শফী, মাওলানা গাজী আব্দুশ শুক্কুর, মাওলানা রাশেদুল হক, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল গাফ্ফার, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা এজহার, মাওলানা আক্তার হোসেন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুল আলিম, মাওলানা রফিক আহমদ সিকদার, মাওলানা নূর আহমদ, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল করিম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল