২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

করোনা সন্দেহে কুমিল্লার একটি বাড়ি লকডাউন

-

কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সন্দেহে একটি বাড়ি লকডাউন করা হয়েছে। সোমাবার বাড়িটি লকডাউন করা হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিক্যাল টেকনোলজিস্ট জহিরুল ইসলাম জানান, নগরীর পশ্চিম বাগিচাগাঁও এলাকার একটি বাড়ি থেকে ২২ বছর বয়সী একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এখন রিপোর্টের অপেক্ষায় আছি।

অসুস্থ ব্যক্তির বড় ভাই বলেন, আমার ছোট ভাইয়ের গত তিন সপ্তাহ ধরে কাশি ও জ্বর। কাশির কারণে তার শ্বাসকষ্ট হতো। কিছুটা গলা ব্যাথা ছিলো। তাকে নেবুলাইজড করতাম। মোবাইল ফোনে চিকিৎসা নিয়েছি। সে এখন আগের তুলনায় কিছুটা সুস্থ আছে। রোববার তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি বলেন, আমরা বাড়তি পদক্ষেপ হিসেবে বাড়িটি সামাজিকভাবে বিচ্ছিন্ন করেছি। অন্যান্যদেরও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি।

 


আরো সংবাদ



premium cement