২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা স্থগিত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা স্থগিত - সংগৃহীত

বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহি আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলার ১১১ তম আসর স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এই কুস্তি বা বলী খেলা প্রচলন করেন। প্রতি বছর ১২ ই বৈশাখ চট্টগ্রামের লালদীঘি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই বলী খেলাকে কেন্দ্র তিন দিন ব্যাপী নগর জুড়ে বসে বিশাল লোকজ পন্যের মেলা।

বর্তমানে বিশ্বব্যাপী মরণব্যাধী করোনাভাইরাসে দেশ এক নাজুক অবস্থায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশে বৈশাখী উৎসব সহ সকল অনুষ্ঠান বাতিল করেছেন। মানুষের এই মহা দূযোর্গময় সময়ে মেলা কমিটি আগামী ১২ বৈশাখ ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য এই বলীখেলা ও মেলাসহ সকল অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে।

মেলা কমিটির পক্ষ সারা বিশ্বজুড়ে মানবজাতির কল্যাণ প্রার্থনা করে করোনাভাইরাস থেকে মুক্তি কামনা করে এবং বলী খেলার মেলা কমিটির সাথে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ ঘরে থাকুন নিরাপদ ও সুস্থ থাকার আহবান জানিয়েছেন কমিটির সভাপতি জহরলাল হাজারী ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল।


আরো সংবাদ



premium cement