১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নবীনগরে প্রসূতীদের জন্য প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

নবীনগরে প্রসূতীদের জন্য প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ - ছবি : সংগৃহিত

করোনাভাইরাসের সংক্রমণ ও প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় গর্ভধারিণী মা ও দুগ্ধজাত সন্তানের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন।

রোববার প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিন সকালে প্রকৃত খামারিদের কাছ থেকে দুধ ক্রয় করে উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর দ্বারা পরীক্ষা করা হয়। এরপর ১ লিটার পানির বোতলে করে এদিন দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ১শ’ জনকে ১ লিটার দুধ ও ১টি করে স্যাভলন সাবান বিতরণ করা হয়।

এসব দুধ নিজ হাতে বিতরণ করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

নবীনগরবাসী এই ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement