২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে তিন চিকিৎসকসহ ১৮ জন কোয়ারেন্টাইনে

- ছবি : সংগৃহীত

চট্টগ্রামে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালের তিন চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগী ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার আগে ওই রোগী ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাই তার সংস্পর্শে আসা তিন চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।’

প্রসঙ্গত, শুক্রবার নগরীর দামপাড়া এলাকার ৬০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। ইউএনবি।


আরো সংবাদ



premium cement