২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ফটিকছড়িতে বেসরকারি উদ্যোগে সাড়ে ৩ হাজার পরিবারে খাদ্য বিতরণ

ফটিকছড়িতে বেসরকারি উদ্যোগে সাড়ে ৩ হাজার পরিবারে খাদ্য বিতরণ - নয়া দিগন্ত

করোনা নামক মহামারির আঘাতে পুরো বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। খাদ্য সংকটে ভুগছেন অসহায়-গরিব লোকজন। এ সব লোকজনের সহায়তায় এগিয়ে এসেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

এরই ধারাবাহিকতায় ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ির কয়েকটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বুধবার তিন হাজার ৫০০ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ এছাড়া ফটিকছড়ি ও ভূজপুর থানা এবং উপজেলা প্রশাসনের কাছে করোনা সুরক্ষা উপকরণ হস্তান্তর করা হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজের পক্ষে এ সামগ্রীগুলো হস্তান্তর করেন ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন৷ এ সময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি থানার ওসি বাবুল আখতার, ভূজপুর থানার ওসি শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাঈল হোসেন, ওই সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পৌর কাউন্সিলর, মেম্বার ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement

সকল