২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সৌদিতে করোনাক্রান্ত হয়ে লোহাগাড়ার যুবকের মৃত্যু

মোহাম্মদ হাছান - সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনায় লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দূর্লভের পাড়া নিবাসী লিয়াকত আলীর প্রথম ছেলে মোহাম্মদ হাছান গত কয়েক দিন আগে সর্দি-কাশি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে মদিনার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ভর্তির তিন দিন পর করোনাভাইরাস সনাক্ত হলে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। গত ছয় দিন আগ থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মঙ্গলবার দুপুরে হাছানের ছোট ভাই হেলাল উদ্দিনের কাছে তার ইন্তেকালের খবর আসে।

যোগাযোগ করা হলে বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুনাঈদ চৌধুরী নয়া দিগন্তের কাছে তার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মদিনাপ্রবাসী মোহাম্মদ হাছানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নাছির আহমদ মঙ্গলবার বিকাল চারটায় মুঠোফোনে নয়া দিগন্তকে বলেন,'আমি এখন মৃত হাছানের গ্রামেরবাড়িতে অবস্থান করছি। হাছান ৩ পুত্র সন্তানের জনক। চার ভাই চার বোনের মধ্যে হাছান ছিল সবার বড়। তার মৃত্যুর খবরে মা-বাবা স্ত্রী-পুত্রসহ সবাই শোকাতুর হয়ে পড়েছে।

হাছানের বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি মদিনায় ব্যবসা করতেন।'
মৃত হাছানের ছোট ভাই মোহাম্মদ হেলালে উদ্দিন বলেন, 'আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মদীনায় কর্মরত এক ফুফাতো ভাই ফোন করে মৃত্যুর বিষয়টি জানান।'
এই প্রথম লোহাগাড়ার কেউ করোনাত্রান্ত হয়ে মারা যাবার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরো সংবাদ



premium cement