২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শহীদ সালামের গ্রামে লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা

শহীদ সালামের গ্রামে লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা - নয়া দিগন্ত

বায়ান্নর ভাষা আন্দোলনে অমর শহীদ আবদুস সালামের গ্রামে ‘সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরে’ সুন্দর হাতের লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা বুধবার সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম প্রতিযোগিতার উদ্বোধন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। শহীদ সালাম স্মৃতি পরিষদ সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হেসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার ওসি (তদন্ত) প্রার্থ প্রতিম দেব ও মাতুভূঞা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান বেগম।

মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক কাজী ইফতেখারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাব একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, দৈনিক মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইমাম হাছান কচি।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুর রহমান, ছিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার ভৌমিক, হীরাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আখতার, দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি আয়েশা মিনু, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হাজেরা খাতুন, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সদস্য সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম তুষার, মোজাম্মেল হক হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের আয়োজনে প্রতিযোগিতায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


আরো সংবাদ



premium cement
রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭

সকল