২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কুমিল্লায় সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যান জব্দ

কুমিল্লায় সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যান জব্দ - নয়া দিগন্ত

কুমিল্লায় ৫ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যান জব্দ করেছে বন বিভাগ। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাষাড়া এলাকা থেকে অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যান জব্দ করা হয়।

কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নূরুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনে ঢাকা অভিমুখী কাভার্ডভ্যানকে থামাতে সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালাতে চেষ্টা করে। পরবর্তীতে অন্য একটি গাড়ি দিয়ে কাভার্ডভ্যানটিকে ধাওয়া করলে সদর দক্ষিণ উপজেলার চাষাড়া এলাকায় গিয়ে চালক ও তার সহযোগি কাঠ বোঝাই গাড়ি সড়কে রেখে পালিয়ে যায়। পরে তল্লাশী চালিয়ে কাভার্ডভ্যানের ভিতর থেকে প্রায় পাঁচ লাখ টাকার সেগুন কাঠ জব্দ করা হয়। কাঠে বন বিভাগের কোন প্রকার হাতুড়ির চিহ্ন না থাকায় বুঝা যাচ্ছে কাঠগুলো অবৈধভাবে পাচার করা হচ্ছে। এছাড়া গাড়িতে কোনপ্রকার কাগজপত্রও পাওয়া যায়নি।

তিনি বলেন, কাভার্ডভ্যান দিয়ে অবৈধভাবে কাঠ পাচারের ঘটনায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিভাগীয় বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন বলেন, মহাসড়কে অবৈধ কাঠ পাচার বন্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement