২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে দিনমজুর নিখোঁজ

নিখোঁজ সাবেরের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের নিয়মিত টহল চলাকালে পুলিশের ভয়ে প্রাণ বাঁচাতে শঙ্খ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন সাবের আহাম্মদ (৫৬) নামে এক দিনমজুর।

রোববার রাত সাড়ে ৭টায় উপজেলার দোহাজারী পৌর সদরস্থ শঙ্খ নদীর তীরে বর্মা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাবের আহাম্মদ পূর্ব দোহাজারী গ্রামের মরহুম নজির আহম্মদের পুত্র। তার দুই পরিবারের স্ত্রীসহ ১০ পুত্র-কন্যা রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ সাবেরের সন্ধান পায়নি।

এদিকে, নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যসহ এলাকার শতশত উৎসুক নারীপুরুষ নদীর তীরে ভিড় করে। সন্ধ্যায় ডুবুরি দলের সন্ধান চলাকালীন সময় পর্যন্ত পরিবারের সদস্যসহ এলাকাবাসী উদ্ধার তৎপরতা দেখেন।

নদীর তীরে অপেক্ষমান সাবেরের প্রথম স্ত্রী হাসিনা আক্তার ও দ্বিতীয় স্ত্রী রৌশনা বেগম ও উপস্থিত পরিবারের সদস্যরা জানান, রাতে পুলিশের তাড়া খেয়ে প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন সাবের। পরিবারের কর্তার কোনো খবর না পেয়ে তারা হতাশা ব্যক্ত করে জানান, পরিবারের উপার্জন করার তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্তী ও দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক বলেন, পুলিশের নিয়মিত টহল চলাকালে নদীর তীর দিয়ে অনেকেই পালিয়ে গেছে। সাবের নামে ওই ব্যক্তি যে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে সে খবরই আজ দুপুর পর্যন্ত কেউ দেয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মো: জসিম উদ্দিন বলেন, রাত হয়ে যাওয়ায় আজ উদ্ধার অভিযান আপাতত বন্ধ রাখা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার আবারো উদ্ধার অভিযান চালাবেন বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement
রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন

সকল