২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত, আহত ২

- ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত ও দুজন আহত হয়েছে।

আজ শুক্রবার ভোর চারটার দিকে সীমান্তের ৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হামিদ হসেন প্রকাশ বদি আলম। তিনি কক্সবাজারের উখিয়ার ১ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আহত দুজন হলেন, মোহাম্মদ হাবিবুল্লাহ ও মোহাম্মদ জুয়েল। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উখিয়া কুতুপালং শরণার্থী শিবির ক্যাম্পে নিয়ে এসেছে।

বিজিবি কক্সবাজারের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানিয়েছেন, সীমান্তের ৩৯ ও ৪০’র মাঝামাঝি নম্বর পিলারের মিয়ানমার অংশে এ ঘটনা ঘটেছে বলে তারা খবর পেয়েছেন। ঘটনার পর বিজিবি সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ভোরে বিস্ফোরণের শব্দ শুনে তারা ওই এলাকায় গিয়ে একজনের লাশ উদ্ধার করেন।

উল্লেখ্য, গত তিন মাসে সীমান্তের বিভিন্ন অংশে স্থলমাইন বিস্ফোরণে পাঁচজন নিহতের ঘটনা ঘটেছে।


আরো সংবাদ



premium cement