২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা

সরকার আহতদের চিকিৎসা খরচ বহন করবে : রেলমন্ত্রী

- ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত প্রত্যেককে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত সকলের চিকিৎসার খরচ সরকার বহন করছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে এসে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দুর্ঘটনার কারণ জানতে মোট ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় তূর্ণা নিশিতা ট্রেনের লোকমটিভ মাস্টারের কিছুটা ত্রুটি রয়েছে। তাই এ ট্রেনের দুইজন চালক ও গার্ডকে সাসপেন্ড করা হয়েছে।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement