২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মহাসড়কে পুলিশের বিশেষ অভিযান

- ছবি : নয়া দিগন্ত

মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ। সড়ক-মহাসড়কে চলাচলরত মাদকাসক্ত চালকদের সনাক্ত করতে কুমিল্লার চান্দিনায় অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ওই অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলে একটি স্পেশাল টিম ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ওই অভিযানে এলকোহল ডিটেক্টরে মাত্র ৪ সেকেন্ডে মাদকাসক্ত গাড়ি চালকদের সনাক্তকরণ, স্পীড ডিটেক্টর গানে অতিরিক্ত গতি সম্পন্ন গাড়ি সনাক্তকরণ এবং আরএফআইডি গানে গাড়ির কাগজপত্র যাচাই করণ কাজ করা হয়।

এলকোহল ডিটেক্টরে মাদকাসক্ত চালক সনাক্তকরণ কাজকে সাধুবাদ জানিয়েছেন চালক ও যাত্রীরা।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে কর্মরত স্পেশাল টিমের সার্জেন্ট (এস.আই) ইব্রাহীম জানান, হাইওয়ে পুলিশের থানা ও ফাঁড়ির সদস্যরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। স্পেশাল টিম আধুনিক সরঞ্জাম নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করছে। স্পেশাল টিম সময়ে সময়ে স্থান পরিবর্তন করে ডিউটি করবে বিধায় চালকগণ সমগ্র এলাকায় আইন মেনে চলবে।

এসময় উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম, উপ-পরিদর্শক (এস.আই) মিন্টু মোল্লা প্রমুখ।


আরো সংবাদ



premium cement