২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চাঁদপুর শহর রক্ষা বাঁধে আবারো মেঘনার ভাঙন

-

চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজার হরিসভা এলাকার মোলহেডে আবারো মেঘনার ভাঙন দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে হঠাৎ পুরানবাজার শহর রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার এলাকায় এ ভাঙন দেখা দেয়।

সরিয়ে নেয়া হয়েছে শ্যামল রায়, দুখু ঘোষ, ভুলু ঋষি, সুভাষ ঋষি, নারায়ণ ঘোষের বসতঘর ও সাহাদাত পাটওয়ারীর টং দোকান। হুমকির মুখে রয়েছে বাপ্পি বনিক, শিশির বনিক, বিষু বনিক, দুলাল বনিক, দেবু বনিক, সত্য বনিক, তমাল সাহা, গোপাল সাহার বসতবাড়ি।

এদিকে, তাৎক্ষণিক ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় তিন হাজার বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলা শুরু হয়।

ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহাবুবুর রহমান (পিপিএম বার), জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: জামাল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী ও কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি।

জেলা প্রশাসক মাজেদুর রহমান খান ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, আতংকিত হবেন না। জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ভাঙন রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, ৪০ মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হরিসভা এলাকার পুরো শহর রক্ষা বাঁধই হুমকির মুখে রয়েছে। আমরা ভাঙন রোধে তাৎক্ষণিক মজুদকৃত তিন হাজার বস্তা বালুভর্তি জিও ব্যাগ ফেলেছি।


আরো সংবাদ



premium cement
‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধান বিরোধী নয় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের

সকল