১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে মো: রায়হান উদ্দিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সে উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের আনন্দবাজার গ্রামের আবু তাহের মিস্ত্রিবাড়ির আবুল হাসিম রাসেলের ছোট ছেলে।

রায়হানের জেঠা আবুল কাশেম বলেন, বিকেলে বাড়িতে খেলাধুলার সময় রায়হান সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভেসে উঠতে দেখা যায়। এ সময় তাকে উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এস এ ফারুক বলেন, মো: রায়হান উদ্দিন নামের শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল পরিবার।

তিনি আরো বলেন, গত সপ্তাহেও পানিতে ডুবে মৃত্যু হওয়া একজন শিশুকে হাসপাতাল আনা হয়েছিল। শিশুদের বিষয়ে পরিবারের অভিভাবকদের আরো সচেতন হওয়া উচিত।


আরো সংবাদ



premium cement