ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বিন হাজী ওসমানের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন
- ০৯ জুলাই ২০২৪, ০০:০৫
বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বিন হাজী ওসমান গতকাল সোমবার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ইন-চার্জ) প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদারের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান, ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ফ্যামিলির সিওও ড. মোহাম্মদ এমরান হোসেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো: ফখরে হোসেন, গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো: কবিরুল ইসলাম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের উপ-পরিচালক সৈয়দ রায়হান উল ইসলাম, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের উপ-পরিচালক মো: সফিউল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।