খুলনায় স্ট্যান্ডার্ড ব্যাংকের এমপ্লয়িজ কনফারেন্স অনুষ্ঠিত
- ০৮ জুলাই ২০২৪, ০০:২০
খুলনা অঞ্চলের শাখাগুলো ও আঞ্চলিক কার্যালয়ের সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে শরিয়াহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের ‘এমপ্লয়িজ কনফারেন্স ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার খুলনার আভা সেন্টারে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো: সিদ্দিকুর রহমান, এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো: মোশাররফ হোসাইন, এসইভিপিও হেড অব এসএএম ডিভিশন মুহাম্মাদ সাঈদ উল্লাহ এবং ইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো: আলী রেজা এফসিএমএ, সিআইপিএ। প্রধান অতিথি মোহাম্মদ মোহন মিয়া ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৪ সালের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনে দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা