১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশালে আইএফআইসি ব্যাংকের ‘জাল নোট শনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধ’ কর্মশালা

-

১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির উদ্যোগে ‘জাল নোট শনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ’-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুন বরিশালের একটি স্থানীয় মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো: আব্দুল মান্নান। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো: ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো: আতিকুর রহমান। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব কারেন্সি ম্যানেজমেন্ট উইলিয়াম চৌধুরী ও বরিশাল শাখার ব্যবস্থাপক মো: জোবায়ের হোসেন। কর্মশালায় বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্চ জেলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের সব শাখা-উপশাখার ১২১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement