১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে পাহাড়ে ৩ সংস্থার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ

-

চট্টগ্রাম নগরের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিগুলোতে পানি, বিদ্যুৎ ও গ্যাসের যেসব অবৈধ সংযোগ রয়েছে সবগুলো আগামী ১৫ দিনের মধ্যে বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৮তম সভায় তিনি এ নির্দেশনা দেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রাম নগরের ২৬টি পাহাড়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি। কোনো অবস্থাতে পাহাড় কাটা যাবে না। পাহাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ১০ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। গত এক বছরে শুধু মহানগরে ৫১টি অভিযান পরিচালনা করা হয়েছে। সেখান থেকে ১১টি পরিবারকে সরিয়ে আনা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে পাঁচ হাজার ৩০০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ ছাড়া পাহাড়ে কোনো অবৈধ গ্যাস আছে কি না সেটি জানানোর নির্দেশ দেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রতিনিধিকে। তাকে ১৫ দিন পর পর এ তথ্য পাহাড় ব্যবস্থাপনা কমিটিকে জানানোর নির্দেশ দেন। এ ছাড়া ওয়াসার প্রতিনিধি বলেন, আমরা পাহাড়ে কোনো পানির সংযোগ দেয়নি।


আরো সংবাদ



premium cement