১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এমিরেটসের নতুন গন্তব্য মাদাগাস্কার

-

এমিরেটস আগামী ৩ সেপ্টেম্বর পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নিয়মিত ফ্লাইট শুরু করবে। ভায়া সিসেলস সপ্তাহে চারটি ফ্লাইট চলাচল করবে।
মঙ্গল, বৃহস্পতি, শনি ও রোববার বোয়িং ৭৭৭-৩০০ ইআর এর সাহায্যে ফ্লাইটগুলো পরিচালিত হবে এবং যাত্রীদের জন্য ফ্লাইটে প্রথম শ্রেণীতে ৮টি স্যুইট, বিজনেস শ্রেণীতে ৪২টি ও ইকোনমি শ্রেণীতে ৩১০টি যাত্রী আসন থাকবে।
দুবাই থেকে ফ্লাইটের সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে ইউরোপ, দূরপ্রাচ্য, পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্য/জিসিসি দেশগুলো থেকে ভ্রমণকারী যাত্রীরা সুবিধাজনক সংযোগ পেতে পারেন।
ট্রেজার আইল্যান্ড হিসেবে পরিচিত মাদাগাস্কারের অর্থনীতির মূল স্তম্ভ হচ্ছে পর্যটন। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই দ্বীপটিতে ৩টি ইউনেস্কো হেরিটেজ সাইটের অবস্থান। ২০২৮ সাল নাগাদ দেশটি ১ মিলিয়ন পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশী পর্যটকরা মাদাগাস্কারে ভ্রমণের ক্ষেত্রে ভায়া দুবাই সুবিধাজনক সংযোগ পাবেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement