ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে
- বাসস
- ১৬ জুন ২০২৪, ০০:০৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার বুড়িমারী স্থলবন্দর গতকাল শনিবার পাঁচদিন বন্ধ থাকবে। এক্ষেত্রে দু’দিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৭ দিন বন্ধ থাকবে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। তবে এ সময় বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারত- দু’দেশের যাত্রী পারাপার চালু থাকবে।
গতকাল শনিবার বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) এসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান সায়েদ আজ থেকে বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ জুন ত্রি-দেশীয় বুড়িমারী স্থলবন্দরের বোর্ডে ছুটির নোটিশ জারি করে কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) এসোসিয়েশন।
বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির বিষয়ে ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি-রফতানিকারক এসোসিয়েশন, ট্রাক ওনার্স এসোসিয়েশন, এক্সপোর্টার এসোসিয়েশন এবং ভুটান এক্সপোর্টার এসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংগঠনকে চিঠি প্রদান করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
এ ব্যাপারে বুড়িমারী শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার নাজমুল হাসান বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থল শুল্ক স্টেশন সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা