বার্জার পেইন্টস বাংলাদেশের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- ১১ জুন ২০২৪, ০০:০০
ব্র্যাক ব্যাংক পিএলসি এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড একটি ব্যাংকার টু দ্য ইস্যু সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের মনোনীত শাখার মাধ্যমে বার্জার পেইন্টস বাংলাদেশের আসন্ন রাইট শেয়ার অফারিংয়ের সাবস্ক্রিপশন ফি সংগ্রহ করবে। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী সম্প্রতি ঢাকার বার্জার হাউসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গ্রুপ সিএফও অ্যান্ড ডিরেক্টর সাজ্জাদ রহিম চৌধুরী এফসিএ, চিফ ফাইন্যান্স কন্ট্রোলার মোহাম্মদ গোলাম মোস্তফা, হেড ট্রেজারি ম্যানেজমেন্ট আসিফ মাহমুদ তাইসীর এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি।