পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থ কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত
- ০৯ জুন ২০২৪, ০০:০৫
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও অর্থ কমিটির সভাপতি তাহমিনা খাতুনের সভাপতিত্বে অর্থ কমিটির ৩২তম সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি অংশগ্রহণ করেন। সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, গবেষণা ও অবকাঠামো উন্নয়ন খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সর্বমোট চুয়ান্ন কোটি নব্বই লাখ আশি হাজার টাকার খসড়া বাজেট সভায় অনুমোদন দেয় হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আলী আজম স্বপন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: নূরল আনোয়ার, ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, জনাব এহসানূল হক রিজন (পরিচালক, অর্থ), রেজিষ্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, আয়কর উপদেষ্টা, যুগ্ম-পরিচালক (অর্থ), হিসাব রক্ষক কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা