১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ৬ কর্মকর্তাকে পদায়ন

-

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগের ব্যক্তিগত কর্মকর্তাসহ ছয় কর্মকর্তাকে শাখায় পদায়ন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের (প্রশাসন অধিশাখা) যুগ্মসচিব মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য উল্লেখ করা হয়।
অফিস আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজের সুবিধার্থে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এসব কর্মকর্তাদের অনুবিভাগ/শাখায় বদলি করা হলো।
বদলি হওয়া কর্মকর্তারা হচ্ছেন, প্রশাসন ও অর্থ অনুবিভাগ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকারকে কর্মসংস্থান অনুবিভাগে, দফতর ও সংস্থার প্রশাসন অনুবিভাগের ব্যক্তিগত কর্মকর্তা পিযুষ কান্তি দাসকে শ্রমবাজার গবেষণা ও প্রকাশনা শাখা এবং আইন প্রনয়ন শাখায় (প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে), প্রশিক্ষণ শাখা-১ এর ষাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটর অপারেটর মোছা: মাসুদা আক্তার ডলিকে দফতর ও সংস্থার প্রশাসন অনুবিভাগে (ব্যক্তিগত কর্মকর্তার চলতি দায়িত্বে), প্রশাসন শাখার কম্পিউটার অপারেটর মো: শাহাদাত হোসেনকে দফতর ও সংস্থার প্রশাসন শাখায়, দফতর ও সংস্থার প্রশাসন শাখার কারিগরি টেকনিশিয়ান (আউটসোসিং) মো: ইমরান হোসেনকে প্রশাসন শাখায় এবং অভিবাসন ও দক্ষতা উন্নয়ন তহবিলের কারিগরি টেকনিশিয়ান (আউটসোসিং) মো: ইমাম মেহেদীকে প্রশিক্ষণ শাখা-১ এ পদায়ন করা হয় অফিসে আদেশে উল্লেখ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement