সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ২০ মে ২০২৪, ০০:০০
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ ও ইংলিশ লিটারেরি ক্লাবের উদ্যোগে সম্প্রতি বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে রচনা প্রতিযোগিতা-২০২৪। লাইভ রাইটিংয়ে রচনা প্রতিযোগিতায় বিখ্যাত তিনটি ইংরেজি ছোটগল্পের ওপর ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা তাদের লেখা উপস্থাপন করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় লিটারেরি ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে ইংরেজি বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আরমান হোসাইন আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ক্লাবের বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।