সনি- র্যাংগসের ‘ঈদ উৎসব-কোরবানি অফার’ ক্যাম্পেইন শুরু
- ১৬ মে ২০২৪, ০০:০৫
ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র্যাংগসের ‘ঈদ উৎসব-কোরবানি অফার’ ক্যাম্পেইন শুরু হয়েছে। রাজধানীর বাংলামোটরে সোনারতরী টাওয়ারে নিজস্ব শোরুমে যৌথভাবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন র্যাংগস ইলেকট্রনিককের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন এবং সনি ইলেকট্রনিকস সিঙ্গাপুর রিজিওনাল মার্কেটিং ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট মি. জেরেমি হাং। এ ক্যাম্পেইনের আওতায় ১৫ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই ক্রেতারা পাবেন স্ক্র্যাচ কার্ড; যা ঘষলেই নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে দুবাই, সিঙ্গাপুর বা থাইল্যান্ড এয়ার টিকিট; ফ্রি রেফ্রিজারেটর, টিভি, এসি বা নগদ ১০ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট এ অফার আগামী ১৫ জুন পর্যন্ত সব বিক্রয় মাধ্যমে একযোগে চলবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা