১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্মশালা

-

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) সহযোগিতায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ব্যাক) কর্তৃক আয়োজিত ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন : ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. এস এম কবিরের সভাপতিত্বে গতকাল সোমবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: নূরল আনোয়ার, সভাপতি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস এম কবির, অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ। এ ছাড়া অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং এডমিনিস্ট্রেটিভ এডভাইজার ও ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. এম মুজিবুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ফসিউল আলম এবং মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম হোসেন, বিভাগীয় সভাপতিরা, আইকিউএসির সদস্যরা, ৯টি বিভাগের প্রোগ্রাম সেল্ফ এসেসমেন্ট কমিটির সিনিয়র সদস্যরা ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা। ওই কর্মশালা পরিচালনা করেন ন্যাচেরাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. সৈয়দ এনায়েত করিম।
উচ্চশিক্ষার মানোন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গত ২৩ ফেব্রুয়ারি প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছে। উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে এ প্রস্তুতি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement

সকল