লয়্যালটি কার্ড নিয়ে এলো ইউসিবির ৩ অঙ্গপ্রতিষ্ঠান
- ১২ মে ২০২৪, ০০:০৫
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অঙ্গপ্রতিষ্ঠান ইউসিবি স্টক ব্রোকারেজ লি:, ইউসিবি ইনভেস্টমেন্ট লি: এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লি: তাদের প্রিমিয়াম গ্রাহকদের সম্মানার্থে এবং সর্বোত্তম গ্রাহক-বান্ধব সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি লয়্যালটি কার্ড চালু করেছে। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে একটি অনুষ্ঠানে লয়্যালটি কার্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আরিফ কাদরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। নতুন এই গ্রাহক-বান্ধব কার্ডের মাধ্যমে আর্থিক খাতে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা