সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সাধারণ সভা
- ০৯ মে ২০২৪, ০০:০৫
সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার মো: আফজাল করিম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, আল ইমরান রুহুল ইসলাম, মো: ইকবাল হোসেন এবং সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও মো: শওকত জাহান খান। এছাড়া ব্যাংকের অন্যান্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা সভায় অংশ নেন। সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের আর্থিক হিসাব বিবরণী ও শেয়ার হোল্ডারদের জন্য ১৩.৭৪ কোটি টাকার ৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।