এতিমখানা ও মাদরাসার জন্য ক্লিক ফ্যান নিয়ে এলো ‘আনন্দের সুবাতাস’ ক্যাম্পেইন
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
এই তপ্ত গরমে দেশের সুবিধাবঞ্চিত এতিমখানা ও মাদরাসায় বিনামূল্যে সিলিং ফ্যান বিতরণ করার উদ্দেশ্যে ‘ক্লিক ফ্যান আনন্দের সুবাতাস’ নামে একটি ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যানের ব্র্যান্ড ‘ক্লিক’। সোমবার রাজধানীর বাড্ডার আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। এই ক্যাম্পেইনের আওতায় যেসব এতিমখানা ও মাদরাসায় ফ্যান প্রয়োজন ‘ক্লিক’ এর ফেসবুক পেইজের মাধ্যমে তা জানানো যাবে। দেশের বিভিন্ন স্থান থেকে আবেদন আসার পর যাচাই-বাছাই করে নির্বাচিত এতিমখানা ও মাদরাসায় বিনামূল্যে সিলিং ফ্যান বিতরণ করা হবে। ‘ক্লিক ফ্যান আনন্দের সুবাতাস’ ক্যাম্পেইনটি চলবে ১০ মে পর্যন্ত। ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ক্লিক’ ফ্যানের চিফ অপারেটিং অফিসার মো: রাশেদুজ্জামান, আরএফএল গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আল্লামা মোর্শেদ মুনিম, ‘ক্লিক’ ফ্যানের হেড অব সেলস মোহাম্মদ ইউসুফ, হেড অব মার্কেটিং অংকন সাহা এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো: রেজাউল হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা