১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩১তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

-

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মো: নূরল আনোয়ারের সভাপতিত্বে গতকাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩১তম জরুরি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রবর্তিত প্রত্যেক শিক্ষার্থীর জন্য ইউনিক আইডি প্রদানের নির্দেশনা প্রতিপালনের জন্য সভায় অনুমোদন দেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতির সামার সেমিস্টারের নাম পরিবর্তন করে ফল সেমিস্টার করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ঈপ্সিতা আশরাফী হক, ট্রাস্টি বোর্ডের সদস্য এবং একাডেমিক ও প্রশাসনিক অ্যাডভাইজার অধ্যাপক ড. এম মজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিভিন্ন অনুষদের ডিনরা, এহসানুল হক রিজন (পরিচালক, অর্থ), কো-অর্ডিনেটররা, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, সব বিভাগীয় চেয়ারম্যানসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্য। ভিসি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement