শিপার্স কাউন্সিল চেয়ারম্যানের কৃতজ্ঞতা প্রকাশ
- ২১ এপ্রিল ২০২৪, ০০:০৫
প্রধানমন্ত্রীর নির্দেশে নৌপরিবহন ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাহাজ মালিকসহ দেশী ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত প্রচেষ্টায় দ্রুত সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহসহ ২৩ জন নাবিক মুক্তি পাওয়ায় শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো: রেজাউল করিম সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। এসব ঝুঁকিপূর্ণ পথে চলাচলকারী জাহাজগুলোতে নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা আরো বৃদ্ধি করার জন্য তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে জলদস্যুতা ঠেকাতে সোমালিয়া উপকূলসহ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা ও নজরদারি বাড়ানের জন্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা