বিকেএসপির খেলোয়াড়দের ন্যাশনাল লাইফের বীমা সুবিধা
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির খেলোয়াডদের গ্রুপ ও স্বাস্থ্য বীমা সুবিধা দেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। বিকেএসপির সাথে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চুক্তি হয়েছে। গতকাল ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: কাজিম উদ্দিন এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: খসরু চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানি সচিব আবদুল ওহাব মিয়ান, এসইভিপি বাহার উদ্দিন মজুমদার, এসইভিপি মো: এনামুল হক, গ্রুপ প্রধান কাজী মোহাম্মদ মহসীন, এবং বিকেএসপির পরিচালক প্রশিক্ষণ কর্নেল মো: মিজানুর রহমান পিএসসি, পরিচালক প্রশাসন মুহাম্মদ আনোয়ার হোসেন। সম্পাদিত চুক্তির আওতায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির সব খেলোয়াড়কে গ্রুপ ও স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে। বিকেএসপির খেলোয়াডরা প্রশিক্ষণকালে কোনো দুর্ঘটনার শিকার হলে চিকিৎসা ব্যয় বহন করবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। এ বীমা চুক্তির ফলে চিকিৎসার অভাবে বিকেএসপির খেলোয়াডরা ঝরে পড়া থেকে রক্ষা পাবে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা থেকে মুক্তি পাবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা